নিউজ ডেস্ক:-আফগানিস্তান থেকে ভারতীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসে কর্মরত অন্যান্য ভারতীয় কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান কাবুল রওনা দিয়েছিল সকালে। বেলা ১১টার দিকে গুজরাটের জামনগরে অবতরণ করে সেই বিমানটি।
দেশে নেমে কাবুলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন বলেন, আমরা আফগানিস্তানের মানুষকে পরিত্যক্ত করিনি। তাদের কল্যাণ এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের মনে অনেক বেশি। আমরা আমাদের সম্পর্ক বজায় রাখব, তবে তা কোন আকারে হবে তা এখনই বলতে পারব না। অবস্থার পরিবর্তন হচ্ছে।
ভারতীয় রাষ্ট্রদূত আরও জানান, যতদিন সব ভারতীয় দেশে ফিরতে না পারছেন ততদিন এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা চালু থাকবে। এছাড়া কাবুল বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবা চালু হওয়া পর্যন্ত বিমান পরিষেবা দেবে এয়ার ইন্ডিয়া।
Leave a Reply