এইবেলা, শ্রীমঙ্গল, ১১ জুলাই :
মৌলভীবাজারের শ্রেীমঙ্গল থেকে চুরি হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) হবিগঞ্জেের বাহুবল থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার (৩জুলাই) গভীর রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিন্দুরখানের বেলতলী এলাকা থেকে মোঃ হেলাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চুরি হয়। পরে মোঃ হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তার অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ ও হবিগঞ্জের বাহুবল থানা পুলিশের সম্বনয়ে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের লোহাখলা গ্রামে অভিযান চালিয়ে টমটম গাড়িটিসহ দুইজনকে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানাসুত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার এস আই মুখলেছুর রহমান লসকরের নেতৃত্বে ও বাহুবল মডেল থানার এ এস আই মোস্তফা মাজেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাহুবল উপজেলার লোহাখলা গ্রামের ছুরুত আলীর বাড়িতে অভিযান চালিয়ে টমটম গাড়িটি উদ্ধার করা হয় । পরে ঘটনার সাথে জড়িত থাকারঅভিযোগে শামীম আহমেদ (২৫) কে আটক করে। এবং ওই দিন রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অপর ব্যাক্তি বাহুবলের মিরপুর এলাকার শাকিল মিয়াকে আটক করা হয়। আটককৃত শামীম আহমেদ ও মিরপুরের শাকিল মিয়াকে শ্রীমঙ্গল থানায় আনা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই মুখলেছুর রহমান লসকর জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের নির্দেশনায় ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের তত্ত্বাবধানে বাহুবল থানা পুলিশের সহযোগীতায় আমরা অটোরিকশা উদ্ধার করতে পেরেছি। চুরির ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এধরনের কর্মকান্ডের সাথে জড়িতের খুজেঁ বের করতে আমাদের অভিযান অব্যবহত থাকবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply