রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগরে প্রশিক্ষণপাত্র নারীদের সেলাই মেশিন, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে উচুনিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।
০৪ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যলয়ে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর-মৌলভীবাজার সংসদীয় আসনের সংসদ সদস্য জননেতা জনাব নেছার আহমদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে আয়োজিত সেলাই মেশিন টিফিনবক্স ও বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা প্রকৌশলী আবুল হাসনাত মহিউদ্দিন, রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপÍ) সুমা ভট্টাচার্য, রাজনগর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শাহানারা রুবি প্রমুখ।
এডিবির বরাদ্দ থেকে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে ২৪টি সেলাই মেশিন দেড় হাজারের বেশি টিফিন বক্স ও শতাধিক উচুনিচু বেঞ্চ বিতরণ করা হয়। #
Leave a Reply