বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর:: কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক সহযোগিতায় জেলা পুলিশের বার্ষিক অগ্নিনির্বাপণ মহড়া-২০২০ অনুষ্ঠিত হয়। মহড়ায় ১ ঘন্টার তাত্বিক সেশনের পর ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা ও অগ্নিকান্ডে করনীয় বিভিন্ন বিষয় সংক্রান্ত মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
পুলিশ সুপারের উপস্থিতিতে উক্ত মহড়ায় জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগন অংশগ্রহণ করেন।পরে পুলিশ সুপারের সাথে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, অগ্নিকান্ড সংক্রান্ত জেলা পুলিশ সদস্যদের সচেতনতা বৃদ্ধি ও করনীয় সংক্রান্ত এই মহড়া উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। জেলা পুলিশের প্রতিটি ইউনিটে আধুনিক অগ্নিনির্বাপন সরোমজান পর্যায়ক্রমে সংযোজন করা হচ্ছে।
এইবেলা/জেএইচজে
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply