কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ম দফায় আগামী ৫ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৯ ডিসেম্বর, যাচাই বাছাই ১২ ডিসেম্বর, আপিল দায়ের ১৩ থেকে ১৫ ডিসেম্বর, আপিল নিস্পত্তি ১৮ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। তবে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীতা বৈধ হওয়ার আগেই প্রতীক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা শুরু হয়েছে।
গত এক সপ্তাহ ধরে কমলগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শমশেরনগর, আলীনগরসহ কয়েকটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা স্ব স্ব প্রতীকের ছবিসহ প্রার্থীর ছবি যুক্ত করে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে কয়েকজন সরকারি চাকুরীজীবী নিজের ফেসবুক আইডি থেকে প্রার্থীর পক্ষে নির্বাচনী সভার ছবিসহ প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে অভিযোগ বিষয়ে চেয়ারম্যান প্রার্থীরা বলেন, সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট করছেন। আমাদের জানা নেই।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধতা পেলে ২০ ডিসেম্বর তাদের প্রতীক বরাদ্দ করা হবে। তার আগে কোন প্রার্থীই প্রতীক নিয়ে কোন প্রকার প্রচারনা করতে পারেন না। যাহা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা বহির্ভূত। এক্ষেত্রে তথ্য প্রমাণসহ কোন অভিযোগ পাওয়া গেলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, প্রার্থীতার বৈধতাই হবে ১২ ডিসেম্বর। এরমধ্যে কেউ প্রচারনা চালানো কোনমতেই যুক্তিযুক্ত নয়। তবে কেউ প্রতীকসহ প্রচারণা চালিয়েছেন এমন তথ্যপ্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply