নিউজ ডেস্ক:মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল করোনার টিকা নিয়ে কঠিন অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটি সাফ জানিয়েছে, করোনার টিকা না নিলে চাকরি থাকবে না। টিকা নেওয়ার প্রমাণ না দিতে পারলে প্রথমে বেতন দিয়েই ছুটিতে পাঠানো হবে কর্মীদের, পরে ছাঁটাই করা হবে তাদের।
সম্প্রতি করোনা মহামারির টিকা নিয়ে গুগলের এ কঠোর অবস্থান সম্পর্কে এক নথি ফাঁস হয়। বেশ কিছু দিন ধরেই কর্মীদের অফিসে ফিরিয়ে আনতে চাইছে গুগল। করোনা সংক্রমণ হারের ওঠা-নামাসহ নানা ঘটনায় বারবার পিছিয়েছে গুগল কর্মীদের নিজ কর্মস্থলে ফেরার দিনক্ষণ। কর্মীরা কর্মস্থলে সশরীরের যোগ দেওয়ার আগেই করোনার টিকা নিয়ে নেবেন-এমনটাই প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
Leave a Reply