কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘করোনাকালীন শিক্ষা ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২ ঘটিকায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মিছবাহুর রহমান।
হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে ও শিক্ষক উত্তম কুমার লোহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, জেলা পরিষদের নারী সদস্য সৈয়দা জেরিন আক্তার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক বিপ্লব ভূষন দাস, সাবিহা জান্নাত, সাংবাদিক মুজিবুর রহমান, শিক্ষক সালাহ্উদ্দীন তরফদার, সমাজকর্মী সফিকুর রহমান, শিবলী আহমদ প্রমুখ।
ব্যতিক্রমী এই সভায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে যাতে অবক্ষয়ের শিক্ষার না হন সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সতর্কতা অবলম্বন, বিদ্যালয়ে পড়াশুনার মান উন্নয়নে ভূমিকা পালন ও করোনাকালীন ব্যাপক সচেতনতার বিষয়ে আলোকপাত করা হয়। #
Leave a Reply