কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস এ শ্লোগান নিয়ে বুধবার দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও সিএনআরএস-সূচনা কর্মসুচি কমলগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। কর্মশালায় পুষ্টি অবস্থার উন্নয়নে রাষ্ট্রের গুরুত্ব, সূচনা কর্মসুচী কেবল সিলেট অঞ্চলে কাজ করছে, সূচনার লক্ষিত উপকারভোগী এবং কর্ম এলাকা, সূচনার দল ভিত্তিক কর্ম পদ্ধতি, পুষ্টি নির্দিষ্ট কার্যক্রম সমূহ, পুষ্টি সংবেদনশীল কার্যক্রম, বিগত দিনে কমলগঞ্জে সূচনার কার্যক্রম সমূহ, এক নজরে চলমান কমলগঞ্জ উপজেলায় সূচনা কার্যক্রম, সূচনার ক্লাইমেট রিসিলিয়েন্স বিষয়ক কার্যক্রম ও কোভিড-১৯ বিষয়ক কার্যক্রম নিয়ে সূচনার বিভিাগীয় কর্মকর্তা আলোচনা করেন। মুক্ত আলোচনায় উপজেলার বিবিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক ও উপকারভোগী সদস্যরা আলোচনা করেন।#
Leave a Reply