কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর। প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থানার উপ পরিদর্শক দিপক সরকার, ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য সুবর্ণা আক্তার চৌধুরী, চৌধুরী তানজিয়া ইসলাম মুন। বক্তব্য রাখেন সহকারি শিক্ষক জায়েদা বেগম আঁখি, শিক্ষার্থী শিমু আক্তার প্রমুখ।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চ ও নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুহম্মদ আলমগীরকে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়। পরে কবিতা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।#
Leave a Reply