এইবেলা, স্পোর্টস ::
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪০ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ০৯ মার্চ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র প্রতিদন্ধিতাপুর্ন ফাইনালে আনবিটেন কুলাউড়াকে ২ রানে হারিয়ে প্রথম বারের মত শিরোপার স্বাদ নেয় সমাজ কল্যাণ সংস্থা সোনাপুর।
প্রথমে ব্যাট করে সমাজ কল্যাণ সংস্থা জাতীয় তারকা আবুল হাসান রাজুর ৫২ বলে ১০৯ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করে। জবাবে আনবিটেন ২০ ওভারে ৫ উইকেটে ২৭০ রান করে। দলের হয়ে অতিথি ক্রিকেটার জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল ৫৯ বলে অপরাজিত ১৬৭ রান করেন।
সমাপনি অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সহকারি কমিশনার ভূমি স্বজল মোল্লা, কুলাউড়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক কাবুল পাল, ক্রীড়া সংগঠক ফয়জুল হক লিটন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মিন্টু প্রমূখ।#
Leave a Reply