জুড়ী প্রতিনিধি :: ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএফএম), নিউইয়র্ক, আমেরিকার পক্ষ থেকে মৌলভীবাজার জেলার জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার সামগ্রী (চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, চিনি ছোলা ও লবণ) বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহ ময়দানে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা। এ সময় সংগঠনের জুড়ী উপজেলা সমন্বয়কারী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম পারুল, মঞ্জুরে আলম লাল, কুলাউড়া উপজেলা সমন্বয়কারী আব্দুল মতিন, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম. রাজু আহমেদ, জুড়ী লামা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী ছালেখ আহমদ, সমাজকর্মী নজরুল ইসলাম, বদরুল ইসলাম, নিমার আলী, লুৎফুর রহমান, আজিজুর রহমান ছনির প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়লেখা উপজেলায় উপহার বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল জলিল, সংগঠনের সমন্বয়কারী এ. জে লাভলু, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, সমাজকর্মী হাসনু মিয়া, আব্দুল মজিদ সানা, তারেক আহমদ। অপরদিকে কুলাউড়া উপজেলায় উপস্থিত ছিলেন সংগঠনের কুলাউড়া সমন্বয়কারী মো: শফিকুল ইসলাম জাহেদ, কুলাউড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেল, বিশিষ্ট মুরব্বী সাজান মিয়া, শখত আলী, সমাজকর্মী এ,কে,এম সুহেল তালুকদার, আব্দুস শাকুর, হাফিজ মিলন আহমদ প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply