এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে কুলাউড়া পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানের সম্মুখে এ ইফতার বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম সবুজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রণু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইছরাব আলী ইছই, যুগ্ম সম্পাদক কামরুল হাসান বক্স, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ জামিল উদ্দিন নাহিদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ খালিক উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোদাব্বির চৌধুরী ঝুমন, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনিসহ উপজেলা যুবলীগের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সারাদেশে যুবলীগ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় যুবলীগ শহরের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। এ ধরনের মানবিক কাজে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply