নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে আত্রাই প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যগন শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (৩ জুন) দুপুর বারোটায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তরপার্শ্বে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি রুহুল আমীন, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভি, আল আমিন মিলন, যুগ্ন-সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয়, অর্থ ও দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য নাজমুল হোসেন সেন্টু, ছাবেদ আলী, আব্দুল মান্নান, হারুন অর রশিদ, খালেক হাসান, রফিকুজ্জামান, খালেদ বিন ফিরোজ।
এর আগে গত ২৭ মে বিনা প্রতিদ্বন্দিতায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পরবর্তীতে পুর্নাঙ্গ কমিটি গঠনের পর নির্বাচিত সদস্যদের পহেলা জুন বৈকাল ৫ ঘটিকায় উপজেলা পরিষদ নিউ মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম শপথবাক্য পাঠ করান। উক্ত শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অতিথি হিসাবে আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply