কুড়িগ্রাম প্রতিনিধি :: নীতিমালা উপেক্ষা করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ এইচ এ উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি গঠনের অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা করে পছন্দের লোক পার্শ্ববর্তী খেলার ভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাবুল হোসাইনকে সভাপতি নির্বাচিত করেন। যার ইনডেক্স নং ৫৫৭৭০৭ ।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত পরিপত্র ৭ এর ২ এ সুস্পষ্ট আছে কোন শিক্ষক কিংবা শিক্ষক শ্রেণীর সদস্য ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হইতে পারবেনা। অথচ তথ্য গোপন করে সাহাবুল হোসাইনকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এ নিয়ে বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবজালুল হক খোকা ও এনামুল হক ওই কমিটির সভাপতি বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন সভাপতি গঠনের দাবি জানিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।অভিযোগে সভাপতি তথ্য গোপন রেখে কৌশলে সভাপতি নির্বাচিত হয়েছেন। যাহা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিধিমালার পরিপন্থী।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম জানান, শিক্ষা বোর্ড অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তবে আশা করি জরুরী নিষ্পত্তি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নুর আহমেদ মাছুম জানান অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম জানান , ম্যানেজিং কমিটি গঠনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকেন এবং তিনি প্রিজাইডিং অফিসার নিয়োগ করেন। মূলত ইউএনও নির্বাচনের সব কিছু। তারপরও যেহেতু অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।#
Leave a Reply