এইবেলা, কুলাউড়া :: মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রভাতি তরুণ সংঘ লস্করপুর কুলাউড়ার আয়োজনে ও চেস প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজারের পরিচালনায় একদিন ব্যাপী আন্ত:জেলা দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টান বৃহস্পতিবার রাতে প্রভাতি তরুণ সংঘ লস্করপুরের কার্যা্লয়ে অনুষ্টিত হয়।
প্রভাতি তরুণ সংঘের উপদেষ্টা ও পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্তে ও ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফির ইনচার্জ মো: আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলাম, প্রভাতি তরুণ সংঘের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলকাছ আলী, ইস্রাব আলী ও জমর আলী, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সভাপতি এম. মছব্বির আলী, প্রভাতি তরুণ সংঘের সাধারন সম্পাদক মো: ছাদিকুর রহমান।
বক্তব্য রাখেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সাধারন সম্পাদক ওয়াজিউল মেহেদী, প্রভাতি তরুণ সংঘের সহ-সাধারন সম্পাদক সজিব আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিয়াকত, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান সায়েম, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, সদস্য রওশন আলী, দেলোওয়ার হোসেন শাহেদ, মিডিয়া সম্পাদক আশিকুল ইসলাম বাবু প্রমুখ।
দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক ওয়াজিউল মেহেদী, রানার আপ হয়েছেন কমলগঞ্জের দাবাড়ু রাধা কিশোর সিংহা, ৩য় হয়েছেন দেলোয়ার হোসেন শাহেদ, ৪র্থ হয়েছেন শেরপুরের দাবাড়ু আব্দুল জলিল এবং ৫ম হোন রাজনগরের দাবাড়ু দিলদার হোসেন।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ৩২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ মম।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply