ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭ টি মাদক মামলার এক আসামীকে পুনরায় গাঁজাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ হাতনাতে ৭ টি মাদক মামলার আাসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৬০) ও তার সহযোগী জয়নাল আবেদীন (৪২) সহ ২ জনকে আটক করা হয়।
আটককৃ আব্দুর রহিম দেওয়ানেরখামার গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র ও জয়নাল আবেদীন পাইকেরছড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
আটককৃতরা ভারত থেকে গাঁজা এনে অবাধে বিক্রি করে।
ইতিপুর্বে একাধিকবার ভুরুঙ্গামারী থানা পুলিশ রহিমকে গাঁজাসহ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। বর্তমানে সে ৭টি মাদক মামলার আাসামী। মামলার রায় ঘোষণা না হওয়ার কারণে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং তা চলতে থাকবে।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply