রাজনগর সংবাদ দাতা :
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ‘এন.আই.এল.জি’ কর্তৃক বাস্তবায়নাধীন পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকরণ প্রকল্পের আওতায় উপজেলা ভিত্তিক মাঠপর্যায়ে ভালো শিখন সরেজমিনে পরিদর্শন শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সফর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ফতেহপুর ইউপির অন্তেহেরী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিজ্ঞতা বিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পালের সভাপতিত্বে এবং ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজের সঞ্চালনায় অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজনগরের উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী, সহকারী কমিশনার (ভুমি) সানজদিা আক্তার, রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার সাথে পারস্পারিক শিখন অভিজ্ঞতা বিনিময় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তারপর তিনি উপজেলা পরিষদ থেকে ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ভালো শিখনসমূহ পরিদর্শণ করে ১নং ফতেহপুর ইউনিয়নের হাওড় বেষ্টিত প্রত্যন্ত এলাকায় নির্মিত অন্তেহেরী আদর্শ উচ্চ বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply