নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ শিক্ষক অংশগ্রহণ করেন।
র্যালী শেষে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,সুপার জারজিস রহমান,প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, রেজাউল ইসলাম, বেলাল উদ্দিন শাহ, আজিম উদ্দিন সরদার, অমরেন্দ্র নাথ সাহা, অমৃত কুমার সরকার প্রমুখ ।
পরে শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।
Leave a Reply