যত বাধাবিপত্তিই আসুক না কেন, গণসমাবেশ সফল হবেই-এম নাসের রহমান যত বাধাবিপত্তিই আসুক না কেন, গণসমাবেশ সফল হবেই-এম নাসের রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা : ১৪ টি যানবাহন জব্দ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি আটক কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

যত বাধাবিপত্তিই আসুক না কেন, গণসমাবেশ সফল হবেই-এম নাসের রহমান

  • শনিবার, ১২ নভেম্বর, ২০২২

রাজনগর ও মৌলভীবাজারে গণসমাবেশের সমন্বয় সভা

প্রেস বিজ্ঞপ্তি ::  বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ ১৯ নভেম্বর জনসমুদ্রে পরিণত করে এই ফ্যাসিষ্ট নিশিরাতের সরকারের পতন ত্বরান্বিত করতে তৃণমূল নেতা–কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান। যত বাধাবিপত্তিই আসুক না কেন, গণসমাবেশ সফল হবেই। এজন্য সকলকে ত্যাগ স্বীকার করতে হবে।

গত বুধবার রাতে জেলা বিএনপির প্রয়াত সহ সভাপতি মোবারক মিয়ার বাড়ীতে সিলেট বিএনপির গণসমাবেশ সামনে রেখে রাজনগর উপজেলা বিএনপির সমন্বয় সভায় বিএনপির সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, আওয়ামী লীগের সঙ্গে দুর্ভিক্ষ শব্দটা বেশ মানায়। অতীতেও আওয়ামী লীগের শাসনামলে এ দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে। আবারও তারা ঘোষণা দিয়ে দুর্ভিক্ষ ঢেকে আনছেন। মানুষ বুঝে গেছে, যে উন্নয়ন দুর্ভিক্ষ ডেকে আনে, সেই উন্নয়নের দরকার নাই। বর্তমান বাজারে চাল,ডাল,লবন,তেলসহ নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই মানুষ ঘুরে দাঁড়িয়েছে। তারা আওয়ামী লীগকে আর ‘না’ বলে দিয়েছে।

তিনি বলেন, গত ১৪ বছরে দেশের সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতাদের। এই টাকা দেশের মানুষের। মানুষ আওয়ামী লীগের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। ভাতের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে।
সিলেটে বিএনপির গণসমাবেশ সবচেয়ে বড় হবে, সেই ঢেউ গিয়ে ঢাকায় লাগবে। এবারের লড়াই আমাদের জীবন-মরণ লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।’

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো.জিতু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাষ্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি জামি আহমদ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক ছাত্রনেতা ফয়সল আমদ,প্রথম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বকসি মিসবাহ উর রহমান,প্রচার সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ আলীসহ রাজনগর উপজেলা বিএনপির,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছসেবক দল,জাসাস,কৃষকদল,ওলামাদল,শ্রমিকদলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর বাড়ী বাহারমর্দ্দনে  আগামী ১৯ শে নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলার সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।

মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি জনাব হেলু মিয়া,সাংগঠনিক সম্পাদক বকসি মিসবাহ উর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের দোহাই দিয়ে অলিখিতভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। লাগামহীন লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশ এখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। সেকারণে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির প্রতিটি গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। সরকারের শতবাধা থাকলেও আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ও সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

তিনি বলেন,‘আমাদের এক দফা এক দাবি সরকারের পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্ত করে, তারেক রহমানকে নির্বিঘ্ন্নে স্বদেশে ফিরিয়ে আনতে হবে।’#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews