এইবেলা, যুক্তরাজ্য ::
ব্রিটেনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে স্কটল্যান্ডে কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯ আগস্ট রোববার স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার অভিজাত ভেন্যু ব্রিটানিয়া স্পাইস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অব বাংলাদেশ ইন স্কটল্যান্ডের সভাপতি ড.ওয়ালি তসর উদ্দীন এমবিই’র সভাপতিত্বে ও চ্যানেল আইয়ের স্কটল্যান্ড প্রতিনিধি ও প্রেসক্লাব সহ সভাপতি হুমায়ুন কবীরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিস চৌধুরী, এলরেকের চেয়ারম্যান ফয়সল চৌধুরী এমবিই, মুক্তিযোদ্ধা শাহনুর চৌধুরী, স্কটল্যান্ড বিএনপির সভাপতি আব্দুল মোহিত খান, ইউকে বাংলা প্রেসক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, সহ সভাপতি খান জামাল নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খছরু ও আজিজুল আম্বিয়া,ট্রেজারার সাইদুল ইসলাম,স্কটল্যান্ডের বিশিস্ট সাংবাদিক মিজান রহমান,বদরুল হোসেন, নাট্যকর্মী ফখরুল ইসলাম, ইটালীর মিলান বাংলা প্রেসক্লাব সাধারন সম্পাদক নাজমুল ইসলাম শামীম,আশেক মাহমুদ পার্থ প্রমুখ।
সভায় ইউকে-বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ব্রিটেনের সবচেয়ে দুরের শহর স্কটল্যান্ড থেকে প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মতবিনিময় সভা শুরু হলো। পর্যায়ক্রমে ব্রিটেনের সকল বড় শহরগুলোতে বাংলাদেশী কমিউনিটির মানুষ ও সাংবাদিকদের সাথে স্থানীয় কমিউনিটির মানুষের সম্ভাবনা ও সমস্যার খবর তুলে ধরতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। কমিউনিটির মানুষের সুখ দুঃখ সমস্যা সম্ভাবনা তুলে ধরতে প্রেসক্লাব ব্রিটেনে বসবাসরত প্রায় দশ লাখ মানুষের পাশে সব সময় থাকতে বদ্ধপরিকর।
সভায়, স্কটল্যান্ডের প্রবাসী বাংলাদেশীরা আশপাশের বিভিন্ন দুরের শহর থেকে সভায় যোগ দেন। তারা তাদের স্থানীয় বিভিন্ন সম্ভাবনা ও সংকটের কথা তুলে ধরেন।
কৃতজ্ঞতা: করোনার এ কঠিন সময়েও রাত সাড়ে বারটা পর্যন্ত উপস্থিত ছিলেন অনুষ্টানে আগতরা। স্কটল্যান্ডের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে এক মঞ্চে এনে এ স্বার্থক আয়োজনের সকটুকু সফলতা স্কটল্যান্ডের সকল সন্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিকদের। প্রেসক্লাবের সহ সভাপতি হুমায়ুন কবীর ভাই ও নাজমুল আহসান শামীম ভাইকে ধন্যবাদ দিলাম না,খুব কাছের মানুষদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে নেই।#
Leave a Reply