কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির সভাপতি ও শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, শমশেরনগর আব্দুল মছব্বির একাডেমির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সালিশ বিচারক ও সমাজসেবক মো. আব্দুল মছব্বির (৭৫) গত রোববার ভোরে সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী জটিলতায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেথে গেছেন। সোমবার সকাল ১১টায় শমশেরনগর শিংরাউলী ইলিভেন স্টার মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে সোনাপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মো: আব্দুল মছব্বিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply