রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে শনিবার (৫ আগস্ট) কীটনাশক পানে রুহিত মিয়া (১৫) নামক কিশোরের মৃত্যু হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা এব্যাপারে নিশ্চিত হতে পারেনি। নিহত রুহিত মিয়া উপজেলার ককাশিপুর গ্রামের জহুর মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রুহিত মিয়া বাড়িতে কীটনাশক পান করে। তার গোঙ্গানির শব্দ শুনে পরিবারের লোকজন গিয়ে দেখেন তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাৎক্ষণিক তাকে মৌলভীবাজার সদও হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহতের বড় ভাই সুমন মিয়া (২৮) জানান, খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পারি নুহিতকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে আমিও সেখানে যাই। কীটনাশক পান করে তার মুত্যু হয়েছে। কেন এমনটা করেছে জানি না।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ছেলেটির নাক-মুখ দিয়ে ফেনা বের হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে কীটনাশক পান করে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।#
Leave a Reply