কমলগঞ্জ প্রতিনিধি::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসেেন ৬ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করছেনে রিটার্ণিং অফিসার। সোমবার বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনের বৈধ প্রার্থীর নাম ঘোষণা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসার ড. উর্মি বিনতে সালাম। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ঘোষণাকৃত বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মোস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থীী নজরুল ইসলাম, বাংলাদশে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুল মোহিত হাসানি ও ইসলামী ঐক্যজোটরে মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসাইন। একটি খেলাপী ঋনের জামিনদাতা হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে জাকের পার্টির মনোনীত প্রার্থী মুহিবুর রহমান আজাদ এর।
Leave a Reply