রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকার বিজয় অনেকটা নিশ্চিত। আর রাজনগরের বাসিন্দা নৌকার কান্ডারি মোহাম্মদ জিল্লুর রহমানের বাড়ি রাজনগর উপজেলায়। তাই রাজনগওে প্রথম এমপি নির্বাচিত হচ্ছেন এতেই মানুষের মধ্যে চলছে অনেকটা উৎসব। রাজনগর উপজেলায় আওয়ামী লীগ বিএনপি নেই এখানকার বাসিন্দারা এমপির জন্য জোটবদ্ধ বলে জানান ভোটাররা।
নির্বাচন পরবর্তী এক বছরের মধ্যে রাজনগরে পৌরসভা, বাজারে একটি দ্বীতল ভবন নির্মাণ এবং যেসব ইউনিয়নের উচ্চ বিদ্যালয় নেই সেসব ইউনিয়নে উচ্চ বিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
জাতীয় শ্রমিকলীগ রাজনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত রাজনগর উপজেলা কেন্দ্রীয় ভাষা শহীদ মিনার চত্তরে ২৬ ডিসেম্বর নির্বাচনী প্রচার সভায় তিনি এসব আশ্বাস দেন।
জেলা শ্রমিক লীগের সহ সভাপতি কায়েছ আহমদের সভাপতিত্বে ও শ্রমিকলীগের উপজেলা কমিটির সদস্য সচিব নান্নু আহমদরে সঞ্চালনায় আয়োজিত সভা বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছাদিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, ছাত্রলীগের সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক সাজ্জাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply