শীতের তীব্রতায় বিপন্ন জনজীবন শীতের তীব্রতায় বিপন্ন জনজীবন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে  ফল উৎসব   মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময় বিলাস বাসে চড়ে লাগেজ হারিয়ে কুলাউড়ার আমিরাত প্রবাসীর কান্না  বড়লেখায় হতদরিদ্র নারীকে বসতঘর নির্মাণ করে দিল ইউ,কে ফাউন্ডেশন কুড়িগ্রামে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশন কুড়িগ্রামে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণের লক্ষে আলোচনা সভা কুলাউড়ায় অনলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ফি আদায়করণ সম্পর্কিত মতবিনিময় বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার লন্ডন পাঠানোর নামে প্রতারণা, প্রধান আসামি কারাগারে

শীতের তীব্রতায় বিপন্ন জনজীবন

  • শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

জুড়ী প্রতিনিধি :: জানুয়ারি দেশের শীতলতম মাস হলেও এ বছর শীত তেমন ছিল না। কিন্তু কয়েকদিন থেকে তীব্র শীতের প্রকোপ শুরু হয়েছে। হাকালুকি হাওর আর চা বাগান ঘেষা উপজেলা জুড়ীর মানুষ শীতে হাবুডুবু খাচ্ছেন।তীব্র শীতের কারনে বিপর্যস্ত হয়েছে জনজীবন। দেখা দিয়েছে নিউমোনিয়া সহ বিভিন্ন প্রকার ঠান্ডাজনিত রোগ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জড়সড় হয়ে পড়েছেন হাওর ও চা বাগানের মানুষ। গত বুধবার থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা যেন বেড়েছে কয়েকগুণ। তীব্র শীত ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। হতদরিদ্র ও নিম্ন আয়ের লোকজন পড়েছেন বিপাকে।

পাশাপাশিবিপাকে রয়েছেন হাকালুকি হাওরে বিভিন্ন দেশ থেকে আসা অতিথি পাখিগুলো শীতের তীব্রতা বাড়ার কারনে পাখিগুলো হাওর ছেড়ে বিভিন্ন গাছপালায় অবস্থান নিয়েছে। হাকালুকি হাওরের বিলের মাছ ব্যবসায়ী অজিত দাস বলেন, কয়েকদিন থেকে প্রচন্ড শীত থাকায় হাকালুকি হাওরে পাখি দেখা যাচ্ছে না।পাখিগুলো উজানে চলে গেছে।শীত কমলে আবার হাওরে আসবে।

শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। রিকসা-ভ্যান চালক, দিনমজুর, কৃষিশ্রমিকরা পথে ও মাঠে নেমে সামান্য কাজ করেই শীতে কাবু হয়ে পড়ছেন। অন্যান্য বছর বিভিন্ন ব্যক্তি, সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলেও এ বছর তেমন তৎপরতা দেখা যায়নি।সরকারি ভাবে বিগত বছরগুলোতে তিন-চার ধাপে কম্বল বিতরণ করা হলেও এ বছর মাত্র এক ধাপে সামান্য সংখ্যক কম্বল বিতরন করা হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন ব্যক্তি,সামাজিক প্রতিষ্ঠান,ব্যাংক,রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলে ও এ বছর সেনাবাহিনীর পক্ষ থেকে ৭৫ টি কম্বল বিতরনের তথ্য পাওয়া গেছে।

এ এসবি ফাউন্ডেশনের উদ্যোগে কিছু কম্বল বিতরনের ও খবর পাওয়া গেছে। হাকালুকি হাওর পাড়ের কৃষক বশির মিয়া জানান, এখন বোরো ধানের চারা রোপণের সময়। ঘন কুয়াশা ও ঠান্ডা আবহাওয়ার কারনে অনেক মানুষ হাওরে ধান রোপন করতে পারছেন না।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, শীতের তীব্রতা বাড়ার কারনে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে অনেকেই হাসপাতালে আসছেন । তাদের মধ্যে বয়স্ক ও শিশুরা সংখ্যা বেশি।

উপজেলা প্রকল্প কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, প্রথম ধাপে ২৪শত কম্বল এসেছিল ৬
টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে ২য় ধাপে আরও ৬ শত কম্বল এসেছে এগুলো বিতরণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews