স্পেন প্রতিনিধি :: স্পেনের বাণিজ্য শহর বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবাল-২০২৪ এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল (মঙ্গলবার) বার্সেলোনায় বিশ্বখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভ্যানু ফিরা বার্সেলোনায় স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ সকাল ১১টায় লাল ফিতা কেটে প্যাভিলিয়নের উদ্বোধন করেন।
এ সময় দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন এ টি এম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন, বার্সেলোনার অনারারি কনসুলেট থেকে লাইয়া পেদ্রো ও জর্জিনা পেদ্রো এবং স্পেনের বাংলাদেশী সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দসহ বাংলাদেশের শীর্ষ সীফুড রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্ণধারেরা উপস্থিত ছিলেন।
সীফুড এক্সপো গ্লোবালের এবারের ৩১তম সংস্করণে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সহযোগিতায় স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের সীফুড রপ্তানিকারক ১০ টি কোম্পানির পাশাপাশি বাংলাদেশ থেকে সীফুড রপ্তানিকারক এজেন্ট, সীফুড সম্পৃক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বিশ্বের সর্ববৃহৎ এ সীফুড মেলায় অংশগ্রহণ করেছে। সীফুড এক্সপো গ্লোবালে এবার জাহানাবাদ সীফুড লিমিটেড, আনরাজ ফিস প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এম ইউ সীফুডস লিমিটেড, সবি ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাসুদ ফিশ প্রসেসিং এন্ড আইস কমপ্লেক্স লিমিটেড, ন্যাশনাল সীফুড ইন্ডাস্টিজ লিমিটেড, মডার্ণ এন্ড ব্রাইট সীফুড লিমিটেড, রোজেমকো ফুডস লিমিটেড, বিডি সীফুড লিমিটেড এবং ফরিদ নাইন স্টারস এগ্রো ফুডস (বাংলাদেশ) এই ১০টি কোম্পানি অংশগ্রহন করেছে। ২৩ এপ্রিল শুরু হওয়া এই মেলা ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৩দিন ধরে চলবে।#
Leave a Reply