কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

  • বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
এইবেলা, কুলাউড়া :: জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২৪খ্রি. কুলাউড়া উপজেলা পর্যায়ে ফলাফলের ভিত্তিতে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
মোঃ আব্দুল মতিন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী গ্রামের বাসিন্দা। তিনি কুলাউড়া উপজেলার কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৯৯৪ সালে প্রথম যোগদান করেন। ০১ ডিসেম্বর ১৯৯৪ হতে ০১-ফেব্রুয়ারি-২০০২ পর্যন্ত কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বি.এসসি) গণিত, ০২-ফেব্রুয়ারি -২০০২ হতে ২৭ মার্চ ২০১১ পর্যন্ত নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক (বিএসসি) গণিত, ২৮-মার্চ ২০১১ হতে ২২-জুলাই -২০১৫ পর্যন্ত নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন।
২৩ জুলাই ২০১৫ থেকে অদ্যাবধি পর্যন্ত কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মোঃ আব্দুল মতিন২০১৯ ও ২০২২ সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। উল্লেখ্য যে উনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন কালে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ২০১৭, ২০১৮ এবং ২০২৩ সালে কুলাউড়া উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
বর্তমানে তিনি কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও কুলাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের গুণগত শিক্ষার পাশাপাশি প্রতিবছর ফলাফলের দিক দিয়েও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিয়ম শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছেন।
বিগত করোনা কালীন সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাস চালু রেখে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালিয়ে এবং অভিভাবক ও ছাত্রীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেন যাহা অভিভাবক ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের কাছে প্রশংসিত হন।
উল্লেখ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ৮বছরের এই কর্মকালীন সময়ে ৩বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত এবং ৩বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews