স্পেন প্রতিনিধি :: কাতালোনিয়ার সংসদ নির্বাচনে বামপন্থী রিপাবলিকান দল ইআরসি’র মনোনিত প্রার্থী বাংলাদেশি আবুল কালাম আজাদ মোস্তফার পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সংবাদ সম্মেলন করেছে দলটি। ৬ মে সোমবার বার্সেলোনার স্থানীয় একটি হোটেলে দলটির বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের সমন্বয়ে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেরালিতাত দে কাতালোনিয়ার অভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক সম্পাদক ও ইআরসি দলের নেতা ওরিয়ল আমারস ই মার্স। আগামী ১২ মে রোববার অনুষ্ঠিতব্য কাতালোনিয়ার সংসদ নির্বাচনে ভোটের জন্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ রহমান জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ স্পেনের বাংলা গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। দলের বাংলাদেশি সদস্য ও কমিউনিটি ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন হক নেসা, বাসিত কয়সর, শাহ আল স্বাধীনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ওরিয়ল আমারস তার বক্তব্যে কাতালোনিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে ইআরসির প্রয়োজনিয়তার কথা উল্লেখ করে ইআরসি দলের পক্ষে আবুল কালাম আজাদ মোস্তফার পক্ষে ভোট দেয়ার জন্যে সকলরকে অনুরোধ জানান। তিনি তার বক্তব্যে বলেন- “স্পেনের অর্থনীতির মূল যোগানদাতা প্রদেশগুলোর মধ্যে কাতালোনিয়া তৃতীয়স্থানে থাকা সত্ত্বেও সরকারি সুযোগসুবিধার ক্ষেত্রে কাতালোনিয়ার গুরুত্ব ১৪ নাম্বারে থাকে। আর সেটা অত্যন্ত দুঃখজনক। ইআরসি এসব বৈষম্য ও অসঙ্গতি দূর করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি বলেন, “কাতালোনিয়ার অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন, আবাসন সঙ্কট ও মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ইআরসি নিরলস কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও তার দল বড় ধরণের কার্যকরী পদক্ষেপ নিয়ে কাতালোনিয়াকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।“ এই জন্যে তিনি সংসদ নির্বাচনে ইআরসিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে দলের মনোনিত প্রার্থী বাংলাদেশি আবুল কালাম আজাদ মোস্তফা তার বক্তব্যে বাংলাদেশিদের কাছে ভোট প্রার্থনা করেন। বাংলাদেশিদের মধ্যে যারা স্প্যনিশ পাসপোর্টধারী তাদেরকে তার দলের পক্ষে রায় দেয়ার অনুরোধ জানান এবং সকল বাংলাদেশিদের কাছে নির্বাচনী প্রচারণায় সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তার দল নির্বাচিত হলে কাতালোনিয়ায় ইমিগ্রেশন নিয়ে ইতিবাচক কাজ করবে এবং বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে তার দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও বাংলাদেশি প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ মোস্তফাকে পক্ষে সকল বাংলাদেশিকে নির্বাচনী প্রচারণায় সহযোগিতাসহ ভোট প্রদানের আহ্বান জানান।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply