রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ২ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) ৭নং কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
বুধবার (২২ মে) সকালে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা বাদী হয়ে মামলাটি দায়েরকরেন।
এ ঘটনায় যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- প্রিসাইডিং অফিসার আকাশ দাস, সহকারী প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে বহিরাগতদের ভোটদানে সহযোগিতা, দায়িত্ব পালনে অবহেলা ও নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
প্রিসাইডিং অফিসার আকাশ দাস, সহকারী প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন পোলিং জামিল আহমদ ও আছমা বেগম।
উল্লেখ্য, ২১ মে মৌলভীবাজার জেলার একমাত্র রাজনগর উপজেলায় ২য় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply