নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের খাদ্যশষ্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় এখন প্রতিটি হাট-বাজারে পাওয়া যাচ্ছে সুস্বাদু রসালো ফল লিচু। তীব্র গরমে কদর বেড়েছে রসালো এই ফলের। এবার ফলন ভালো হওয়ার পাশাপাশি চড়া দাম পেয়ে খুশি চাষিরা। তবে দাম চড়া হওয়ায় ক্রেতারা অসন্তোষ প্রকাশ
করেছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও বাগানে সবুজ পাতার আড়ালে ঝুলছে থোকায় থোকায় লিচু। অনেক জায়গায় দেখা যায় লিচু যাতে পাখিতে নষ্ট করতে না পারে, সে জন্য গাছের সঙ্গে টিন, জাল টাঙিয়ে রক্ষা করার চেষ্টা করছেন বাগান মালিকেরা।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এখন ব্যস্ত সময় পার করছেন। তবে অনেক মালিক লিচুবাগান আগেই বিক্রি করে দিয়েছেন। ভবানীপুর বাজারে লিচু কিনতে আসা উপজেলার কাশিমপুর গ্রামে রানা বলেন, ‘বাড়িতে ছেলেমেয়ে আছে, তাই কিছু লিচু কিনলাম। দাম এখন অনেক বেশি। ১শত টি লিচুর দাম নিয়েছে ৩০০ টাকা।’
উপজেলা সদর সাহেবগঞ্জ মোড়ের লিচু ব্যবসায়ী রবিন বলেন, এখন লিচুর অনেক দাম। ১শতটি লিচু ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। লিচু বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
আরেক লিচু ব্যবসায়ী মুনিরুল ইসলাম বলেন, গরমে লিচুর আলাদা কদর রয়েছে। তা ছাড়া মৌসুমি ফল হিসেবে দাম বেশি হলেও ক্রেতারা কিনছেন।
তিনি আরও বলেন, লিচুবাগান পাহারা দিতে হয়। পাখি অনেক লিচু নষ্ট করে ফেলে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, আত্রাই উপজেলায় তেমন একটা লিচু উৎপাদিত হয়না। তবে দিন দিন এ উপজেলায় লিচুর গাছ বাড়ছে। ছোট-বড় সবার কাছে অন্যান্য সুস্বাদু মৌসুমি ফলের মতো লিচুরও কদর রয়েছে। লিচুর ভালো দাম পাওয়ায় অনেকে লিচু চাষে ঝুঁকছেন। বাজারে এখন পরিপক্ব লিচু পাওয়া যাচ্ছে। কৃষি অফিস থেকে লিচুচাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। লিচুর ভালো দাম পেয়ে খুশি চাষিরা।#
Leave a Reply