বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার সদর ও জয়চন্ডী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন কুলাউড়া আসনের সংসদ সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সরেজমিনে পরিদর্শন করে এমপি নাদেল বলেন, ভারীবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে কুলাউড়ায় কয়েকটি ইউনিয়নের অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে পরিদর্শন করেছি এবং খুব তাড়াতাড়ি রাস্তাগুলি মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করা হবে। উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করে, জনগণের চলাচল স্বাভাবিক করার জন্য আমরা কাজ করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে তাদেরকেও প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী,
জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আতিকুর রহমান আতিক, ইউপি সদস্য ফজলুল আউয়াল, রাজু আহমদ, সেবি বেগম প্রমুখ।
উল্লেখ্য, ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে ২৬ মে (রোববার) রাত থেকে বৃষ্টি শুরু হয়। যারফলে পাহাড়ি ঢলে ছড়া, খাল ও নদী গুলোতে তীব্র স্রোতে পানি নামতে থাকে। নদীর পাড় ও অনেক রাস্তা ভেঙে উপজেলার জয়চন্ডী, সদর, রাউৎগাও ইউনিয়নের অর্ধশতাধিক এলাকা প্লাবিত হয়।
Leave a Reply