মঙ্গলবার রাতে ওসমানীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আকস্মিক বন্যা মোকাবেলায় বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার(ভূমি) শাহানাজ পারভীন, ওসমানীনগর থানার ওসি(তদন্ত) নিপেন্দ্র নাথ ঘোষ, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়র কর্মকর্তা সোহেল আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাদিপুর ইউপি চেয়ারম্যান ভিপি সাহেদ আহমদ মুছা, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, ইউপি সদস্য আফরোজ আলী , আওয়ামীলীগ নেতা হিরন মিয়া, মনোর আহমদ, ফারুম মিয়া, শামীম আহমদ চৌধুরী, ইউপি সদস্য শাহ ইসমাইল আলী, আব্দুল কাইয়ুম, আনহার মিয়া, স্বপন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবা লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, ফররুখ আহমদ, তাজপুর ইউপি যুব লীগের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদ আবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক ওসমানীনগরের ৮টি ইউনিয়নের ৯০ ভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এতে উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পরেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়। এর মধ্যে কয়োটি আশ্রয় কেন্দ্রে প্রায় ৪শ মানুষ আশ্রয় নেয়। ইতিমধ্যে বন্যাদুর্গত মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২৫ প্যাকেট শুকনো খাবার বিতরণ ও ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply