এইবেলা, মৌলভীবাজার প্রতিনিধি ::
আসন্ন শীত মৌসুমে করোনা ভাইরাসের সম্ভাব্য ২য় ধাপে সংক্রমণ রোধে প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মৌলভীবাজারে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থানা কমিটির আয়োজনে জেলা প্রশাসক হলরুমে ২৩ সেপ্টেম্বর বুধবার এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থানা কমিটির সভাপতি মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অংশ নেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম, সিভিল সার্জন তৌওহিদ আহমদ, পৌর মেয়র ফজলুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা।
শীত মৌসুমে করোনা ভাইরাসের সম্ভাব্য ২য় সংক্রমণ প্রতিরোধ ও প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়। কভিড-১৯ মোকাবেলায় সামাজিক দুরত্ব মেনে চলা, মাস্ক পরিধাণসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের মাঝে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দেন বক্তারা। সেইসাথে সচেতনা বৃদ্ধিতে সকলের সহযোগীতা চান জেলা প্রশাসক।#
Leave a Reply