রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ০৩ কেজি গাঁজাসহ তাপস কুর্মী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
২৯ জুলাই সোমবার রাতে মৌলভীবাজার টু ফেঞ্চুগঞ্জ রোডের উত্তরভাগ চা বাগানের সামনে থেকে তাকে আটক করেন এসআই এহসানুল হক হীরা।
ঘটনাস্থলে আটককৃত তাপস কুর্মীকে তল্লাশী করে তার সাথে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ০৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত তাপস কুর্মী হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন রশিদপুরের মৃত ক্ষেমন কুর্মীর ছেলে। হবিগঞ্জ থেকে মৌলভীবাজারে বিক্রির উদ্দেশ্যে সে গাঁজা এনেছিল মর্মে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এ ঘটনায় আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে রাজনগর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।।#
Leave a Reply