লিখিত অনুমতির পরও বারবার পাল্টে যায় ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিনক্ষণ লিখিত অনুমতির পরও বারবার পাল্টে যায় ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিনক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

লিখিত অনুমতির পরও বারবার পাল্টে যায় ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিনক্ষণ

  • রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিনিধি :: ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্নস্থ সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। নিটারের শিক্ষার্থীদের সফট-স্কিলগুলোর উন্নয়নে নিটার কম্পিউটার ক্লাব (এনসিসি) সারাবছর ব্যাপী ই নানা ধরনের কর্মসূচি, সেমিনারের আয়োজন করে থাকে। এছাড়া ক্লাবটি লগো কম্পিটিশন, কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার ও আয়োজন করে থাকে, পাশাপাশি রোবটিক্স, গেমিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট নিয়েও কাজ করে থাকে।

গত 0৪ জুন মঙ্গলবার নিটার ত্রয়োদশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য নিটার কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে নিটার কনফারেন্স রুমে  ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অথচ এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি হওয়ার কথা ছিল আরো একমাস আগে অর্থাৎ  ৩রা মে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩রা মে প্রোগ্রামটি আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নেয় ক্লাব কর্তৃপক্ষ এবং সে অনুযায়ী বাজেট পরিকল্পনা উপস্থাপন করা হয় নিটার প্রশাসনের নিকট। কিন্তু প্রোগ্রাম আয়োজনের লিখিত অনুমতি মিললেও মেলেনি কাঙ্ক্ষিত বাজেটের অর্থ। ফলে ক্লাব কর্তৃপক্ষ ৩রা মে প্রোগ্রাম আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসে এবং অর্থ হাতে পাওয়ার পরে  ৭মে, ২০২৪ ইং তারিখে প্রোগ্রাম আয়োজনের জন্য লিখিতভাবে অনুমতি পায় এবং ক্লাব কর্তৃপক্ষ সে অনুযায়ী প্রচারনার জন্য নিটার ক্যাম্পাসে ব্যানার, পোস্টার লাগায়। কিন্তু, সবাইকে হতাশ করে দিয়ে ৬ মে নিটার প্রশাসন ক্লাব কর্তৃপক্ষকে জানায় আপনারা আগামীকাল প্রোগ্রামটি আয়োজন করতে পারবেন না এবং কি কারনে প্রোগ্রামটা ঐদিন বাতিল করা হয়েছিল ক্লাব কর্তৃপক্ষ এখনো জানে না!

যদিও দ্বিতীয় দফায় পোস্টার, ব্যানারের পিছনে ভালো পরিমাণের একটা অর্থ ব্যয় হয়ে যায়, তবুও সেই ক্ষতি কাটিয়ে উঠে ক্লাব কর্তৃপক্ষ তৃতীয় দফায় ২১শে মে প্রোগ্রামটি আয়োজনের জন্য লিখিত অনুমতি নিয়ে পুনরায় ক্যাম্পাসে প্রচার প্রচারনা করে, পোস্টার লাগিয়ে দেয় দেওয়াল গুলোতে। কিন্তু বিপওি বাধে ২০ মে যখন ডিজিটাল ডিসপ্লে তে প্রদর্শনীর জন্য নিটারের রেজিষ্ট্রারের সাথে কথা বলতে যায় ক্লাব সংশ্লিষ্টরা, তখন রেজিস্ট্রার মহোদয় ক্লাব সংশ্লিষ্টদের জানান সাভার উপজেলা পরিষদ নির্বাচনের জন্য  আগামীকাল ক্যাম্পাস বন্ধ থাকবে সেজন্য আপনারা আগামীকাল ও প্রোগ্রামটি করতে পারবেন না৷ এ দফায় ক্লাব কর্তৃপক্ষ আরেক দফা ধাক্কা খায়, এবারেও পোস্টার ছাপানোর অর্থ গুলো অপচয় হয়। এক্ষেত্রে ক্লাব সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ তো আর একদিন আগে ঠিক হয় নাই, তাহলে নিটার কর্তৃপক্ষ কেন ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের জন্য ২১ মে অনুমতি দিয়েছে। ক্লাব সংশ্লিষ্টরা আরো জানায়, দুই দফায় যেই টাকাটা অপচয় হয়েছে সেই টাকা নিটার কর্তৃপক্ষ পুনরায় আর দেয়নি। ফলে, ৪ জুনের প্রোগ্রামটির জন্য  কোনোপ্রকার পোস্টার ছাপানোর মতো অর্থ ছিল না, প্রচার প্রচারনা ছাড়াই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আয়োজনের ব্যবস্থা করা হয়। এভাবে বারবার তারিখ পিছানোর ফলে একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে অপরদিকে শিক্ষার্থী মহলে ক্লাবটির ভাবমূর্তি ও ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন ক্লাব সংশ্লিষ্টরা। এছাড়া, প্রোগ্রামে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের কি কি উপহার দেওয়া হবে সেই বিষয়ে ক্লাবকে কিছুটা বাধার সম্মুখীন হতে হয়েছিল বলে জানান ক্লাব কর্তৃপক্ষ।

এছাড়া, নিটার কম্পিউটার ক্লাবের নিয়মিত কার্যক্রম, সেমিনার গুলো পরিচালনার জন্য প্রজেক্টরের প্রয়োজন হয়, সেজন্য প্রজেক্টর রয়েছে এমন একটা ক্লাসরুম তাদের সেমিনারের জন্য নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানানো হলেও নিটার প্রশাসনের কাছ থেকে এ ব্যাপারে কোনো উওর না পাওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এছাড়া,  কম্পিউটার প্রোগ্রামিং এর মতো বিষয়গুলো শিখার জন্য ও অনুশীলন করার জন্য কোনো একটা কম্পিউটার ল্যাব ব্যবহার করার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি ক্লাবের জন্য নির্ধারিত বাৎসরিক অথবা অর্ধ বার্ষিক বাজেট প্রদানের জন্য নিটার প্রশাসনের নিকট আহ্বান জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews