মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :::শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে বহিস্কার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষার্থীর সাথে সমকামিতার অভিযোগসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের দাবীর মুখে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে সাময়িক বহিস্কার করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
রোববার (২৫ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যােলয়ে আসেন এবং তাকে বহিস্কারের এক দফা দাবীতে বিক্ষোভ করতে থাকেন। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষনা করে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরাও আন্দোলনে যোগ দেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে তাৎক্ষনিকভাবে সাময়িক বহিস্কার করেন।
শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন, অধ্যক্ষ শিক্ষার্থীদের সাথে যেমন অশোভন আচরন করতেন তেমনি সহকারী শিক্ষকদের সাথেও অশোভন আচরন করতেন। এমনকি প্রতিষ্ঠানের ফান্ডের টাকা আত্মসাত করার কারনে প্রতিবাদ করলে শিক্ষকদের শারীরিক নির্যাতন করতেন।
এছাড়া এক ছেলে শিক্ষার্থীকে ভিডিও কলে অনৈতিক কাজের প্রস্তাব দেন অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন। তার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ হয়ে উঠে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শিক্ষার্থী, শিক্ষকের অভিযোগের পাশাপাশি বিভিন্ন অভিযোগে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply