এইবেলা, কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়ায় যুবলীগ নেতা আব্দুল জলিল তুলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুলা ওই ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সহ-সম্পাদক।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত আব্দুল জলিল তুলা চাঁদাবাজি, জায়গা দখল, হাওরের বিল লুট, নিরিহ মানুষকে মামলার ভয় দেখিয়ে হয়রানি ও নারী ব্যবসাসহ নানা অনিয়মের সাথে সম্পৃক্ত ছিলেন। তার ভয়ে বিগত আওয়ামী লীগের আমলে এলাকার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারেননি। বাদে ভুকশিমইল গ্রামের গোয়ালী বাড়ির ফ্রান্স প্রবাসী জালাল উদ্দিনের কাছ বিদ্যুতের মিটার লাগিয়ে দেয়ার কথা বলে ২৫ হাজার টাকা চাদা নিয়ে এখন পর্যন্ত মিটার লাগিয়ে দেয়নি।
এছাড়াও বাদে ভুকশিমইল মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা এবং রসুলগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও নিয়মিত চাঁদা নিতেন যুবলীগ নেতা তুলা। প্রতি বছর ঔরুসের নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজ এলাকায় যুবতী মেয়ে এনে উলঙ্গ নৃত্যসহ অনৈতিক কর্মকাণ্ড পরিবেশন করত। এই তুলাকে পুলিশ গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি তুলার সর্বোচ্চ শাস্তি দাবি করে সোস্যাল মিডিয়ায় স্থানীয় অনেকেই পোস্ট করছেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
Leave a Reply