আবদুল আহাদ ::
মঞ্চ সাজিয়ে পালন করা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু কেক কাটা বা মিষ্টি বিতরণের কোন আয়োজন নেই। মঞ্চের সামনে সারিবদ্ধ হয়ে বসে আছেন শতাধিক লোকজন। বস্ত্র আর চেহারাই বলছে আগতদের অনেকেই একেবারে নিন্ম আয়ের মানুষ। একজন পর একজন মঞ্চে আসছেন। আর কর্তব্যরত চিকিৎসক চেকআপ করে প্রয়োজনীয় ঔষধসহ ব্যবস্থাপত্র দিচ্ছেন। এভাবে চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ব্যতিক্রমী এ আয়োজনটি করেন।
জানা যায়, গত রোববার (২৭ অক্টোবর) ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের প্রতিষ্ঠাবাষিকী একটি ব্যতিক্রমী আয়োজন সাজিয়ে উদযাপন করেন কুলাউড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। ২৭ অক্টোবর দিনব্যাপী গরীব, দুঃস্থ দুই শতাধিক সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাওসার আহমেদ নিপার, যুগ্ন আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোফায়েল আহমেদ ডালিম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো: মোক্তার, যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম আলো, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রিপন খাঁন, ফরহাদ আহমদ, গৌছ মিয়াসহ অনেকে।
উপস্থিত যুবদলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কো- চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি-সম্পাদকের পরামর্শে যুবদল মানুষের সেবায় কাজ করছে। আমরা কেক কেটে, মিস্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব-দু:খী মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি। উপজেলার ২ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
চিকিৎসা সেবা পাওয়া কয়েকজন ব্যক্তি যুবদলের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনীতি মানুষের কল্যানের জন্য। যুবদলের এই মহতি কাজ যেন চলমান থাকে সেই কামনাই করেন তারা।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply