স্পেন প্রতিনিধি :: স্পেনের বার্সেলোনায় বিএনপি কাতালোনিয়া শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় একটি রেস্তোরাঁয় কাতালোনিয়া বিএনপি’র সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা আবু জাফর মাসুদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আলোচনাসভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ঐদিন মেজর জিয়া বহুদলীয় গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠা না করলে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হতো। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পায়। বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পটভূমিকে ৭নভেম্বরের চেতনার ফসল হিসেবে আখ্যা দেন। এসময় তারা স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদীদের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে দেশে বিদেশে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না পায়, ততদিন পর্যন্ত সবাইকে সজাগ দৃষ্টি রাখারও অনুরোধ জানান বক্তারা।
আলোচনা সভায় ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন মনির এবং বিশেষ অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপি’র সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল।
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক আজমান আলী, সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সাংগঠনিক সম্পাদক মামুন রহমান, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজি,বিএনপি নেতা খালেদুর রহমান চৌধুরী, কাতালোনিয়া বিএনপি’র প্রচার সম্পাদক লায়েবুর রহমান, যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ মোল্লা, কাতালোনিয়া বিএনপি’র অর্থ সম্পাদক আবু শাহেন, সান্তাকলোমা বিএনপি নেতা বখতিয়ার রহমান, ফয়েজ আহমেদ, যুবদলের সহ সভাপতি ফয়ছল আহমদ, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিনের আহ্বায়ক আক্কাস মিয়া, যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন, সদস্য হামিদ রুহেল, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান, আইনুল তপাদার, রেজু মিয়া প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপি’র উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, যুবদলের সহ সভাপতি জনি আহমেদ খান, সহ সভাপতি সুমন পায়েল, হুমায়ূন কবির, মাতাবুর রহমান, মুক্তার আহমেদ, জাবেদ আহমেদ, আল আমিন, মেহেদী হাসান প্রমূখ।#
Leave a Reply