ক্যাম্পাস প্রতিনিধি, নিটারঃ সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ প্রথমবারের মতো আয়োজিত হলো “নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪”। নিটারের ক্রীড়া বিষয়ক সংগঠন নিটার গেইমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি)-এর উদ্যোগে গত ২০ নভেম্বর, বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা থেকে শুরু হওয়া ম্যাচগুলো টান টান উত্তেজনা এবং দর্শকদের তুমুল উচ্ছ্বাসে মুখরিত ছিল। এবারের আসরে ১৬টিরও বেশি দল অংশ নেয়। জমজমাট এক ফাইনাল ম্যাচে সাগর শিকদারের একমাত্র গোলে টিম এফসি ডার্ক নাইট ১-০ ব্যবধানে টিম এক্স নিটারিয়ানস-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সাথে কথা বলে জানা যায়, এমন আয়োজন নিটার শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই। তারা আরও জানান, “নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪” নিঃসন্দেহে নিটারের ক্রীড়া জগতের এক উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।
নিটার গেইমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের সদস্যরা জানান, শিক্ষার্থীদের জন্য ক্রীড়া চর্চা ও বিনোদনের সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।#
Leave a Reply