নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে প্রখ্যাত সুফী সাধক আজমত শাহ প্রতিষ্ঠিত মসজিদ পুণ: নির্মান এবং আজমত শাহ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাস্তা রক্ষার্থে মানুষের বিলাপ! নাগেশ্বরীতে ওয়ার্ল্ডভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িদের সাথে সংবেদনশীলতা সভা কুলাউড়ার এসিল্যান্ডের হস্তক্ষেপে হাসিমপুরের মসজিদের বিরোধের নিষ্পত্তি লন্ডনে শিশু লেখিকা কমলগঞ্জের জয়নাব চৌধুরী রচিত “মাই প্রাইমারি জার্নি থ্র কেইলি” গ্রন্থ প্রকাশনা উৎসব কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা কমলগঞ্জে ড. শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন কমলগঞ্জে বৃদ্ধাকে হত্যা করে লাশ ফেলা হয়েছে ছড়ায় বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেল ৬৬ জন, দাখিলে ৫, কারিগরিতে ৬ কুলাউড়ার বরমচাল ৮ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে ক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা

নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ক্যাম্পাস প্রতিনিধি, নিটারঃ সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ প্রথমবারের মতো আয়োজিত হলো “নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪”। নিটারের ক্রীড়া বিষয়ক সংগঠন নিটার গেইমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি)-এর উদ্যোগে গত ২০ নভেম্বর, বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা থেকে শুরু হওয়া ম্যাচগুলো টান টান উত্তেজনা এবং দর্শকদের তুমুল উচ্ছ্বাসে মুখরিত ছিল। এবারের আসরে ১৬টিরও বেশি দল অংশ নেয়। জমজমাট এক ফাইনাল ম্যাচে সাগর শিকদারের একমাত্র গোলে টিম এফসি ডার্ক নাইট ১-০ ব্যবধানে টিম এক্স নিটারিয়ানস-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সাথে কথা বলে জানা যায়, এমন আয়োজন নিটার শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই। তারা আরও জানান, “নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪” নিঃসন্দেহে নিটারের ক্রীড়া জগতের এক উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।
নিটার গেইমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের সদস্যরা জানান, শিক্ষার্থীদের জন্য ক্রীড়া চর্চা ও বিনোদনের সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews