আত্রাইয়ে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন বিপাকে শ্রমজীবী মানুষ আত্রাইয়ে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন বিপাকে শ্রমজীবী মানুষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন গুজব ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে কমলগঞ্জে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগার-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  বড়লেখায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা উত্তর জনপদে বাড়ছে শীতের তীব্রতা :  দেখা নেই সূর্যের রাজনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত রোটারি ক্লাব অব সিলেটের কমিটি গঠন, প্রেসিডেন্ট সেলিনা ও সেক্রেটারি রুস্তুম বড়লেখায় খেলাফত মজলিশে যোগদানে লোকমান আহমদকে সংবর্ধনা

আত্রাইয়ে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন বিপাকে শ্রমজীবী মানুষ

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নাজমুল হক নাহিদ, ​​​​​​​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: গত কয়েক দিনের ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে দুপুর ১২টার আগে সূর্যের দেখা মিলছে না। এ অবস্থায় চরম
দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

এদিকে কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের ফলে শীতের তীব্রতা বেড়েছে অনেকগুণ। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েক সপ্তাহ ধরে হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা এ অঞ্চলের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

মঙ্গলবার ভোর থেকেই কুয়াশায় ঢাকা রয়েছে পথঘাট। দুর্ঘটনা এড়াতে সড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচন্ড শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া
মানুষ।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় আত্রাইয়ের পথঘাট। শীতের কারণে অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে শ্রমজীবীরা শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন। এদিকে শ্রমজীবী নারীদের উল্লেখযোগ্য একটি অংশ কাজ করেন বাড়িতে ও বিভিন্ন ফসলের মাঠে। তারা জানান, শীতের মধ্যে ভোরে ঘুম থেকে ওঠে সংসারের কাজকর্ম সেরে কর্মস্থলে যেতে তাদের অনেক কষ্ট হয়।

স্থানীয়রা বলছেন, দিনের তুলনায় রাতে শীত বাড়ছে কয়েক গুণ। অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বৃদ্ধরা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। দুর্ভোগ বেড়েছে গবাদিপশুরও।

উপজেলার রায়পুর গ্রামের শ্রমজীবী নারী রহিমা বেগম জানান, খুব সকালে তাকে ঘুম থেকে উঠে রান্নার কাজ শেষ করে কর্মস্থলে যেতে হয়। কিন্তু কয়েক দিনের শীতে কর্মস্থলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবুও পেটের দায়ে যেতে হচ্ছে।

সিএনজি চালক বেলাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, লাইট দিয়ে চলতে হচ্ছে। সকালবেলা গাড়ি নিয়ে বের হলেও শীতের তীব্রতা বৃদ্ধি থাকায় লোকজন কম থাকে। এজন্য তাকে গাড়ি নিয়ে বসে থাকতে হয়।

এজন্য এসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সরকার সদয় হয়ে পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশাই করছেন তারা।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, গতদিনের তুলনায় আজকের তাপমাত্রা আরও কমেছে । ফলে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইয়ে যাচ্ছে। এছাড়া জেলায় তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews