নিজস্ব প্রতিনিধি :: সাভারের নয়ারহাটে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদের অধিভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ পহেলা জানুয়ারি ২৫ বুধবার নিটারে নতুন পরিচালক যোগদান করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মো: আশেকুল আলম রানা নিটারে নতুন পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্তি পেয়েছেন। এ উপলক্ষে প্রফেসর ড. মো: আশেকুল আলম রানাকে (৩১শে আগস্ট, ২০২৪) বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর প্রেসিডেন্ট এবং নিটার গভর্নিং বডির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নিটারের পূর্ববর্তী ভারপ্রাপ্ত পরিচালক. ড. মো: শাহরিয়ার সবুক্তাগীন ও উপস্থিত ছিলেন।
আজ পহেলা জানুয়ারি, প্রফেসর ড. মোঃ আশেকুল আলম রানা ক্যাম্পাসে পৌঁছালে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানগন, রেজিস্ট্রারসহ নিটারের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে তাঁকে বরণ করে নেয়া হয় এবং পরবর্তীতে তিনি ক্যাম্পাস প্রদর্শন করে দেখেন। এসময় নিটারের সকল ল্যাব, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, খেলার মাঠসহ পরিদর্শনের পর তাঁর অফিসকক্ষে শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় নিটার সাংবাদিক সমিতি, নিটার ক্যারিয়ার ক্লাব, নিটার কম্পিউটার ক্লাব, নিটার কালচারাল ক্লাবসহ নিটারের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে নবনিযুক্ত পরিচালক মহোদয়কে শুভেচ্ছা জানানো হয়।
. প্রফেসর ড. মো: আশেকুল আলম রানা তার বক্তব্যে বলেন, “নিটার আমাদের সবার, সবার সম্মিলিত প্রচেষ্টায় এর উত্তরোত্তর সফলতা আসবে। যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমরা একইসাথে সমাধানের চেষ্টা করবো।” শিক্ষার্থীদের পক্ষ থেকে নিটারের দশম ব্যাচের শিক্ষার্থী মেহেরাব উদ্দিন সরকার অভি নতুন পরিচালক নিযুক্তীকরণ নিয়ে বলেন, “ভালো সংবাদের মাধ্যমে নিটারিয়ানদের নতুন বছর শুরু হলো, আমাদের নতুন পরিচালক মহোদয় তার মেধা ও দক্ষতা দিয়ে নিটারের আবাসন সংকট, উর্ধ্বমুখী ভবনজনিত সমস্যা, ক্যান্টিনের মানোন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, মানসম্মত শিক্ষক নিয়োগ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত গবেষণা চর্চা ও গবেষণার পরিবেশ বজায় রাখা, অবৈধ পদোন্নতি ও দূর্নীতিগ্রস্থদের আস্কারা না দেয়া ইত্যাদি বিষয়গুলোতে সজাগ দৃষ্টি রাখবেন বলে আশা রাখছি।
তাছাড়াও সম্প্রতি নিটারের শোষণমুক্ত শিক্ষা আন্দোলনের ১৮ দফা দাবি পূরণের লক্ষ্যে কাজ করবেন ও দূর্নীতির দোসর ১৪ জনের সঠিক তদন্তের বিষয়ে উনার সহযোগিতা কাম্য। ক্যাম্পাসের টেকনিক্যাল অফিসারসহ অন্যান্য অবহেলিত কর্মচারীদের নায্যমূল্য প্রদান, নিটারের চুক্তিকে সামঞ্জস্য পর্যায়ে আনয়নসহ সর্বোপরি সফল নিটারের লক্ষ্যে তিনি বিষয়গুলো তার সততা, মেধা, নিষ্ঠা ও মূল্যবোধের সাথে বিবেচনা করে সমাধানের পাথেয় হবেন, আমি এমনটাই আশাবাদী।#
Leave a Reply