নিজস্ব প্রতিবেদক :: রোটারি ক্লাব অব সিলেটের কমিটি গঠন। প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তুম ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহাউদ্দিন বাহার নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে মিডটাউনের বার্ষিক সভা গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, আরএফএসএম। জাতীয় সংগীত পরিচালনা করেন রোটারিয়ান মিয়া মো. রুস্তুম। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পিপি জামাল উদ্দিন।
সভায় অর্ধ-বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো ফারুক আহমেদ। ক্লাবের বায়োলজ অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান পিপি মো. আব্দুল হাফিজ । তিনি ২০২৫-২৬ রোটাবর্ষের বোর্ড অব ডাইরেক্টরস এর নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- পিএইচএফ, আইপিপি রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ, আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট (১) রোটারিয়ান এ এস এম জি কিবরিয়া, ভাইস প্রেসিডেন্ট (২) রোটারিয়ান মো. ফারুক আহমেদ, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান আনোয়ার হোসাইন, ট্রেজারার রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, আরএফএসএম, ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটারিয়ান পিপি শাহ-জামাল আহমদ, পিএইচএফ, ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান পিপি প্রফেসর মোহাম্মাদ জাকির আলী, আরএফএসএম, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান পিপি এডভোকেট মোহাম্মাদ জামাল উদ্দিন, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান পিপি মোহাম্মাদ আব্দুল হাফিজ, পিএইচএফ, ডিরেক্টর নিউ জেনারেশন রোটারিয়ান পিপি আমিনুর রহমান শিবলু আরএফএসএম, সার্জেন্ট এট আর্মস (১) রোটারিয়ান আবুল কালাম, সার্জেন্ট এট আর্মস (২) রোটারিয়ান মোহাম্মাদ মুজিবুল হক, আরএফএসএম, বুলেটিন এডিটর রোটারিয়ান পিপি প্রফেসর মো. শাখাওয়াত হোসেইন আজাদ, পিএইচএফ, ক্লাব লার্নিং ফেসিলিটিটর রোটারিয়ান পিপি মোহাম্মাদ আতিকুর রেজা চৌধুরী, পিএইচএফএমসি।
সভায় ২০২৫-২৬ রোটাবর্ষের রোটারিয়ানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বার্ষিক সভায় বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি প্রফেসর শাখাওয়াত হোসেন আজাদ পিএইচএফ, রোটারিয়ান পিপি মো. আতিকুর রেজা চৌধুরী পিএইচএফএমসি, নির্বাচন কমিশনার রোটারিয়ান পিপি এডভোকেট আব্দুল হাফিজ, রোটারিয়ান পিপি জামাল উদ্দিন, রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান আনোয়ার হোসাইন। এছাড়াও রিপসা কমিটির দায়িত্বপ্রাপ্ত রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচএফ ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও ক্লাব মেম্বাররা উপস্থিত ছিলেন।
বার্ষিক সভায় উপস্থিত রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সদস্যবৃন্দ ২০২৫-২৬ রোটাবর্ষের বোর্ড অব ডাইরেক্টরস এর কমিটির অনুমোদন দেন।
সভায় প্রেসিডেন্ট ইলেক্ট সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ক্লাবকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply