এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন জামায়াত নেতৃবৃন্দ।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমির, সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের নায়বে আমির জাকির হোসেন, সহ সেক্রেটারি এম সাইফুল ইসলাম খান।
উক্ত আলোচনা ও দোয়া সভায় উপজেলার প্রত্যেক ইউনিয়ন জামায়াতের সভাপতি এবং টিম সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply