আবদুল আহাদ ::
অতীতে বিভিন্ন সরকারের আমলে দেশের অন্যান্য উপজেলার মতো কুলাউড়ায়ও বরাদ্দ এসেছিল। কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় সেইসব বরাদ্দের অপব্যবহার করা হয়েছে। আর এ জন্যই কুলাউড়া উপজেলা এখনও পিছিয়ে রয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটি বলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী।
এসময় তিনি জুলাই আন্দোলনে শহিদদের স্মরণ করে বলেন, শহিদরা একটা বৈষম্যহীন-মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাই বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ বিনির্মাণে উপজেলা পর্যায় থেকে কাজ শুরু করতে হবে এবং সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে হবে।
বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়ে জেলা আমির বলেন, সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তেমনিভাবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। কুলাউড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি আগামী সংসদ নির্বাচনে তাঁকে নির্বাচিত করেন, তাহলে উন্নয়েনে পিছিয়ে পড়া এই উপজেলাকে এগিয়ে নিতে গুরুত্বদিয়ে কাজ করা হবে।
সভায় কুলাউড়ার কর্মরত সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো: আলাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি দিদার হোসেন, সদস্য ইমরুল ইসলাম, উপজেলা কর্ম শুরা সদস্য তরিকুল ইসলাম ইসলাম খান, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply