কুড়িগ্রাম প্রতিনিধি :: ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসার আয়োজনে বুধবার ২৬ ফেব্রুয়ারি দিনব্যাপী মাদ্রাসার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ফিতা কেটে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার সুপার: কাজী মুহা: আমজাদ হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন, ক্রীড়া অনুষ্ঠানে সহযোগিতা করেন মাদ্রাসার সহসুপার মো: আব্দুল হক পোদ্দার।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা কর্মচারী ও ছাত্র-ছাত্রী। ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক মো: ইকবাল হোসেন মন্ডল ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মিজানুর রহমান।#
Leave a Reply