এইবেলা, শ্রীমঙ্গল :: মে্ৗলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক বহনকারী পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২ চা শ্রমিক নিহতহয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত ১৮ জন। তারমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার 0৩ মার্চ সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন– আমরাইল চা বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই চা বাগানের রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে উপজেলার আমরাইল চা বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৬ জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত আট জনকে সদর হাসপাতালে আনার পথে দুজন মারা যান। বর্তমানে গুরুতর আহত ছয় জন চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
Leave a Reply