এইবেলা কুলাউড়া ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমির রুহুল আমীন রইয়বের সভাপতিত্বে সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
পৌর সেক্রেটারি, সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির, সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম, সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।
এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার আব্দুল বারীসহ সাংবাদিক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলী।
উল্লেখ্য: এর আগে ইসলামী ছাত্র শিবিরের কুলাউড়া উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দিন ব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।
Leave a Reply