এইবেলা, কুলাউড়া :: যুক্তরাজ্যস্থ জিয়া পরিষদের সভাপতি, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতি সন্তান প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, এক মাস সিয়াম সাধনার পর আমাদের আঙিনায় এসেছে পবিত্র ঈদ উল ফিতর। কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ আমাদের শুধু সংযম নয় ও পরস্পর ভ্রাত্রিত্ববোধের শিক্ষা দেয়। তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে চাই। সম্প্রীতির এক উজ্জ্বল নাম কুলাউড়া। এখানে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান বিভিন্ন জাতি ধর্মের মানুষের বসবাস। কোনদিনই এই উপজেলায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয়নি। এই সম্প্রীতি আরও অটুট থাকুক।
অতীতের ন্যায় আগামীতে আরও বৃহৎ পরিসরে কুলাউড়াবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয়ে তিনি এগিয়ে যেতে চান। পরিশেষে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
Leave a Reply