ষ্টাফ রিপোর্টার: ৩ মার্চ ২০১৯, মঙ্গলবার বিশেষ সূত্রে জানায় যায় যে, ইভেন্স গোমেজ’কে (২৭) কে বা কাহারা নারায়নগঞ্জ শপিং কমপ্লেক্স হতে অপহরণ করে নিয়ে যায়। সূত্রে প্রকাশ, গোমেজ পরিবার ঢাকায় বসবাস করেন এবং ইভেন্স বেশ কয়েক মাস যাবত বিভিন্ন হুমকির কারণে নারায়নগঞ্জে চলে আসেন। ধারণা করা হয় মৌলবাদীদের একটি দল ইভেন্স’কে অপহরণ করে থাকতে পারে। পারিবারিক সূত্রে আরো জানায় যায় যে, গোমেজ পরিবারের সাথে বিভিন্ন বিষয়ে এলাকার যুবলীগ ও মৌলবাদীদের সাথে বিরোধের জের ধরে কথিত পরিবারকে হুমকি দেয়া হচ্ছিল। তাহলে কি যুবলীগ ও মৌলবাদীরা একসঙ্গে কাজ করছে। নাকি গোমেজ পরিবার সংখ্যা লঘু হওয়ায় তাদের এ পরিণতি?
Leave a Reply